ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নান কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০১৪।
১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) ভোরে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে বাগেরহাটে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচী।
প্রথম প্রহারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলী। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদদের রূহের মাগফেরাত কামানা ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর পর্যায় ক্রমে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বিএমএ, সনাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বিজয় দিসব কুচপাওয়াজ।
পরে শরীর চর্চা ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা: মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-২ আসনের সাংসদ এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যাসহ গন্যমান্য ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নান আনুষ্ঠানিকতা স্মরণ করে দিনটি।