সুন্দরবনে ছড়িয়ে পড়া কালো ফার্নেস অয়েল মুক্ত করতে বন বিভাগ শনিবার থেকে সাঁড়াশি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে।
এ লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুর্ঘটনাস্থল শ্যালা নদীর আশপাশে সুন্দরবনের ছোট খালগুলো থেকে তেল সংগ্রহের কাজ শুরু করবে বনবিভাগ।
শুক্রবার রাত ৯টায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ফরেস্ট স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবারের ট্যাঙ্কার দুর্ঘটনার পর থেকে বনের ছোট ছোট খাল গুলোতে ছড়িয়ে পড়া তেল অপসারণে শনিবার সকাল থেকে বনবিভাগ সাড়াশি অভিযান শুরু করবে। এ লক্ষ্যে ২০টি নৌকাসহ ৪০জন শ্রমিক নিয়ে সকাল সাড়ে ৭টা থেকে বনের ভেতরের ছোট খাল গুলোতে তেল সংগ্রহের কাজ শুরু করবে বন বিভাগ।
তিনি জানান, বন বিভাগের তরফ থেকে আমরা প্রত্যেকটা খাল চষে বেড়াব। বনের আনাচে কানাচে ক্লিয়ার করে ফেলবো।
এসয় মিডিয়া কর্মীদের সঙ্গে থাকবার সুযোগ থাকছে জানিতে স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পানি ছাকুনি করার মতো করে ভাটার সময় খল গুলোতে প্রবেশ করে জোয়ারের সময় উঠে আসা হবে। যার মাধ্যমে প্রত্যেটা আনাচে কানাচে পাতাও পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে।
পানি থেকে তেল সরানো গেলে এরপর বনভূমির অংশে থেকে তেল সরিয়ে ফেলার কাজ শুরু করা হবে বলে জাননা তিনি।
এদিকে বনবিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ কাজে আরো বেশি সংখ্যক জনবল নিয়োগের পরামর্শ পরিবেশবীদদের।