পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন হয়েছেন।
সোমবার সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের মালসা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রফিক মুন্সি (৪২) ওই গ্রামের সেকেন্দার মুন্সির ছেলে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডে জড়িত রফিক মুন্সির শ্যালক হাওলাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে শরণখোলা থানার ওসি কাজী মো. ছালেক দুপুরে বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, উপজেলার মালসা গ্রামের সেকেন্দার মুন্সির ছেলে রফিক মুন্সি একই গ্রামের সুলতান হাওলাদারের মেয়েকে বিয়ে করেন। সেই আত্মীয়তার সূত্রধরে তার শ্যালক জাকির হোসেনকে কয়েক মাস আগে ৭০ হাজার টাকা ধার দেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ওই পাওনা টাকা চাইতে শ্বশুরবাড়িতে যান রুফিকুল মুন্সি। এসময় শ্যালক জাকিরের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জাকির ক্ষুব্দ হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে ভগ্নিপতি রফিক মুন্সির বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তার ডাকচিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃতবলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এঘটনায় পুলিশ নিহতের শ্যালক জাকির হোসেনকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি মো. ছালেক।