বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মো. শুকুর আলীকে প্রত্যাহার করে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
মো. শুকুর আলীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়রে উপ-সচিব পদে নিয়োগ করা হয়।
একই আদেশে দেশের আরো চার জেলার ডিসিকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।
এর মধ্যে বান্দরবান জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলামকে দূর্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসীনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে নিয়োগ করা হয়।