পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্চের শেলা নদীতে ‘এমভি সাইদুল’ নামে একটি ট্যুরিস্ট লঞ্চ ডুবে গেছে।
সোমবার ভোরে শেলা নদীর হরিণ টানা নামক স্থানে লঞ্চটি ডুব চলে আটকে এ দূর্ঘটনায় পড়ে। তবে এসময় লঞ্চটিতে কোন ট্যুরিস্ট ছিলো না।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমীর হোসেন চৌধরী বাগেরহাট ইনফো ডটকমকে এখবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, টুরিস্ট লঞ্চ হলেও দূর্ঘটনার সময় ওই লঞ্চটিতে কোন টুরিস্ট ছিলনা। লঞ্চটি ঢাকা থেকে খুলনা আসছিল। খুলনায় টুরিস্ট (যাত্রী) নিয়ে তার সুন্দরবনে যাত্রার কথা ছিলো।
সোমবার ভোরে ঘন কুয়াশার মধ্যে লঞ্চটি বনের শেলা ওই এলকার এটি চরে উঠে আটকে যায়। পরে নদীতে ভাটার সময় সেটি কাত হয়ে ডুবে যায়। এসময় লঞ্চটিতে থাকা চালক ও অনান্য কর্মীরা সাত্রে তীরে উঠতে সক্ষম হন। ফলে কেউ হতাহত হয়নি।
ডিএফও আরো বলেন, আতিয়ার রহমান বাবুলসহ কয়েকজন মিলে সুন্দরবনে চলতি শীত মৌসুমে ট্যুর অপারেটরের জন্য ওই লঞ্চটি ঢাকা থেকে ভাড়া করে আনেন।
লঞ্চটি উদ্ধারে মালিক পক্ষের সাথে কথা হয়েছে। তারা উদ্ধার সরঞ্চাম ভাড়া করে নিয়ে যাচ্ছে।