বাংলাদেশ সমুদ্রসীময় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে ফিসিং দু’টি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
শুক্রবার দুপুরে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দুরে সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তাদের জেলেকে আটক করে।
সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র বাগেরহাট ইনফো ডটকমকে আটককের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, তাৎক্ষণিকভাবে আটক ওই ভারতীয় জেলেদের নাম-পরিচয় জানা যায় নি। তাদের বাগেরহাটের মংলায় নিয়ে আসা হচ্ছে।
সূত্র মতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের ওই এলকায় টহল দিচ্ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস মেঘনা। এসময় নৌবাহিনীর সদস্যরা দু’টি ভিনদেশি ট্রলারকে বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরতে দেখে।
পরে ‘এফবি বাসন্তি-১’ এবং ‘এফবি বাসন্তি-২’ নামে দু’টি ভারতীয় জেলেদের ট্রলার এবং সে দেশের ২৬ জেলেকে আটক করে নৌ বাহিনী।
আটক ওই ভারতীয় জেলে এবং তাদের ব্যাবহৃত মাছ ধরা ট্রলার দু’টিকে বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাটিতে আনা হচ্ছে।
শনিবার সন্ধা নাগাদ তাদের দিগারজ আনার পর মংলা থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
এনিয়ে গত ১৫ অক্টোবর থেকে আট দফায় বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে ট্রলারসহ মোট ১৩০ ভারতীয় জেলেকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী।
ইতিপূর্বে আটক ১০৪ জন ভারতীয় বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।