বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার উপজেলার রওশনআরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীকে সহায়তার সময় আটক হন তিনি।
পরে সচিবের কক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে পরীক্ষা নিয়ন্ত্রন আইন ১৯৮০এর ৯ ধারা মোতাবেক আবুল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এঘটনায় তাকে পরীক্ষা কেন্দ্রর দায়িত্ব পালন থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম বাগেরহাট ইনফোকে জানান, চলতি জেডিসি পরীক্ষার ৭ম দিনে ওই বিদ্যালয় কেন্দ্রে তার পছন্দের শিক্ষার্থীনীকে অধীক নম্বর পাওয়ানোর উদ্দেশে অসদুপায় অবলম্বন করায় তাকে হাতেনাতে ধরে ফেলেন।
এ ঘটনায় তাকে এই দন্ড প্রদান করা হয়েছে।