রাজধানী ঢাকা রামপুরার বনশ্রী এলাকায় ছিনতাইকারীর গুলিতে নিহত প্রাইভেট কার চালক ফারুক খান (৩০) হত্যার প্রতিবাদে মঙ্গলবার ফকিরহাটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।
উপজেলার বিশ্বরোড মোড়ে স্থানিয গাড়ী চালকরা এ কর্মসূচি পালন করে।
এসময় আসাদুজ্জামান, এনামুল, উজির, কামাল, মামুন, লিটন, মন্টু, বাবু, সাদেক, মুকিত, রাজু, জব্বার, আনো, পলাশ, মুশাসহ বিভিন্ন গাড়ী চালক উপস্থিত ছিলেন।
নিহত ফারুক খান বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের শাহজাহান খানের ছেলে।
নিহত চালক ফারুকের সহকর্মীরা বাগেরহাট ইনফো ডটকমকে জনাান, গত ৯ নভেম্বর মংলা বন্দর থেকে একটি টয়োটা এক্সজিও গাড়ি নিয়ে ঢাকা শো-রুমে যাওয়ার পথে ছিনতাইকারীর গুলিতে নিহত হয় তিনি। ১১ নভেম্বর সকাল ৯টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ফারুকের সম্পন্ন হয়েছে।
তাঁর তার উপার্জনের চলতো ৮ ভাই ১ বোন, স্ত্রী সন্তানসহ ১২ জনের সংসার।
ফারুকের স্ত্রী বকুল বেগম জানান, তাদের দুটি শিশু কন্য। রিয়া (০৭) ও কেয়ার (০৪)। এখন সন্তানদের ভবিষ্যৎ কি হবে ? আর এত বড় সংসার’ই বা কি ভাবে চলবে এমন প্রশ্ন তার।
তাঁর এ অকাল মৃত্যুতে অসহায় পরিবারটিতে ও স্থানীয়দের মাঝে চলছে এখন শোকের মাতম। এ ঘটনায় নিহতের ভাই বাদশা খান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।