শাহবাগের স্বাধীনতা প্রজন্মের আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে গ্রাম-গঞ্জে সব খানে।
শাহবাগের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মংলা শহরতলীর অজোপাড়া গায়ের চাদপাই এলাকার তরুন প্রজন্ম গণজাগরণ মঞ্চ তৈরি করে নানা কর্মসূচী পালন শুরু করেছে।
সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ থেকে রাত ৮ টা পর্যন্ত উত্তর চাদপাই মোড়ে রাস্তা অবরোধ করে জাগরণের গান পরিবেশন, কবিতা আবৃতি ও শ্লোগানের মধ্যদিয়ে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবী নিশ্চিতের জন্য তরুনসহ সকল বয়সের মানুষের শুধু একটি চাওয়া রাজাকারদের ফাসি আর ফাসি।
সংহতি প্রকাশ করে সন্ধায় বাগেরহাটের শহীদ মিনারে ছাত্র ইউনিয়ন, ব্লাগার, সাধারণ জনতা মোমবাতি প্রজ্জলন ও ১ মিনিট নিরবতা পালন করে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ব্লাগার রাজিবের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে। পরে তারা মোমবাতি হাতে মৌন্য পদজাত্রা সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিঠাপুকুর পাড়ে সমাবেশ করে।
তাছাড়াও শহরের বিভিন্ন রাস্তার মোড়ে সাধারন মানুষও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান।
jago bahe kothey sobai…