নৌমন্ত্রীর সাথে বৈঠকে নৌপথে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসসহ ৪ দফা দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিকরা।
সোমবার সন্ধ্যায় ঢাকায় বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম নিশ্চিত করেছেন।
তিনি বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, “আজ (সোমবার) রাত থেকেই সারাদেশে নৌশ্রমিকরা কাজ শুরু করবে।”
শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে কর্ণফুলী-৫ নামে একটি লাইটারাজে (ছোট জাহাজ) ডাকাতির পর নিরাপত্তার দাবিতে শনিবার থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা।
রোববার চট্টগ্রামে বৈঠকে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশ ধর্মঘট থেকে সরে এলেও ইউনিয়নের অন্য অংশ এবং ফেডারেশন কর্মসূচি চালিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস আটকে থাকার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনও বন্ধই থাকে।
এর মধ্যেই ঢাকায় শ্রমিক নেতাদের সঙ্গে নৌ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
আশিকুল আলম বলেন, “শ্রমিকদের নিরাপত্তার দিক সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনার পাশাপাশি বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”
সাতদিনের মধ্যে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার, ডাকাতি ও অপহরণে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে জানান তিনি।
আশিকুল বলেন, আগামী সাতদিন পরে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও হবে যেখানে এসব বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
ডাকাতির কবলে পড়া ‘এমভি কর্ণফুলী-৫’ চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী যাচ্ছিল।
পুলিশ জানায়, শনিবার ভোরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাতির খাল এলাকার অদূরে মেঘনা নদীতে আরেকটি মালবাহী জাহাজ এটিকে ধাক্কা দেয়।
এরপর কর্ণফুলীর তালাবদ্ধ কেবিন থেকে তিন শ্রমিককে উদ্ধার করে পুলিশ। জাহাজে মেলে রক্তমাখা লোহার রেঞ্চ। নিখোঁজ ছিল ওই জাহাজের সাত শ্রমিক।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে জাহাজ শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে এবং কর্ণফুলী-৫ এ ডাকাতি হয়েছে দাবি করে নৌপথে চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তারা। এতে চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস আটকে যাওয়ার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনও বন্ধ হয়ে যায়।
নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে একজনের লাশ সোমবার সকালে উদ্ধার করে পুলিশ। বাকি ছয় শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম জানিয়েছেন।
এদিকে রোববার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া শ্রমিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, তারাও নৌমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং মন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছেন।