বাগেরহাটের ফকিরহাটে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুম কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষারমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে গর্ভনিং বডির সকল সদস্য ও শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এবিষয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও গর্ভনিং বডির সভাপতি খাঁন শামীম জামান পলাশ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কামাল উদ্দিন ভূইয়া, সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, রেজাউল কবির, গোপাল চন্দ্র দেবনাথ, গর্ভনিং বডির সদস্য রঞ্জন কুমার সেন, মল্লিক নুরুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সভায় আগামী ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার গুনগত মান উন্নয়নে এবং ডিজিটাল ক্লাসরুম কর্মসূচির বিষয়ের বাস্তব অভিজ্ঞতার উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়।