বাগেরহাটের মংলা শহরকে জোয়ারের প্লাবন থেকে রক্ষা করতে ঠাকুরাণী খাল খনন কার্যক্রম শুরু করেছে মংলা পোর্ট পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে খাল খননের এ কার্যক্রম শুরু হয়েছে।
মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আগামী এক বছরের মধ্যে জোয়ারের পানির প্লাবন থেকে মুক্তিপাবে পৌরবাসী । এরজন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এবং নগর উন্নয়ন প্রকল্পের আওতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
তিনি জানান, এ প্রকল্পের আওতায় বেড়ি বাঁধের উপর মেরিন ডাইভ রোড নির্মাণ, ঠাকুরাণী, কাইনমারী, কেওড়াতলা ও কুমারখালী খাল খনন এবং সুইচ জেট নির্মাণ করা হবে।
প্রসঙ্গত , ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে ১৯ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মংলা পৌরসভার জন্ম হয়। বর্তমানে মংলা পোর্ট পৌরসভা একটি প্রথম শ্রেনীর পৌরসভা। দিন দিন পৌর এলাকার উন্নয়ন হলেও জোয়ারের পানির প্লাবন রোধে কার্যকরী কোন ব্যবস্থা নেয় নি কেউই।