কর আদায়ে দেশ সেরা মংলা পোর্ট পৌরসভা। গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর নগর অঞ্চল প্রকল্প এ তথ্য জানিয়েছে।
বুধবার এ ব্যাপারে একটি চিঠি এসেছে মংলা পৌরসভার কাছে।
বুধবার (৫ নভেম্বর) মংলা পোর্ট পৌরসভার উচ্চমান সহকারী মো. সহিদ বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সহিদ বলেন- নগর অঞ্চল প্রকল্প থেকে মংলা পৌর সভার জন্য পঞ্চম বার্ষিকী এসেসমেন্টে ধার্য্য ছিলো ১ কোটি ২৮ লক্ষ ২৫ হাজার ৬০টাকা। যা চারটি কোয়াটারে ভাগ করে আদায় করতে হবে। কিন্তু প্রথম কোয়াটারে ৮২ লাখ ৪৩ হাজার ৯শ’ ৪০টাকা আদায় হয়ে গেছে। অর্থ্যাৎ ধার্যের ৬৪ দশমিক ২৮ শতাংশ।
বাকি কোয়াটারে টার্গেট ছাড়িয়ে যাবে বলে আশাবাদ জানান তিনি।
সহিদ আরো বলেন- নাগরিকদের পৌর কর্তৃপক্ষ বোঝাতে পেরেছে উন্নয়নের জন্য যথা সময়ে কর দেওয়া প্রয়োজন। তারা সাড়াও দিয়েছেন। তার প্রতিফলন এটি।
“আশা করি দেশ সেরার মুকুট মংলা পোর্ট পৌরসভা পড়তে যাচ্ছে।”
এ ব্যাপারে মংলা পোর্ট পৌরমেয়র জুলফিকার আলী বাগেরহাট ইনফো ডটকমকে বলেন- মংলা পোর্ট পৌরসভার উন্নয়নের জন্য সকলে আন্তরিক। এ কারণে খুব শিগগির একটি উন্নত বিশ্বের আদলের শহর উপহার পাবে নাগরিকরা।
কর আদায়ে সেরাদের তালিকায় পরবর্তিতে রয়েছে- যথাক্রমে নওয়াপাড়া, তারাব, কালিয়াকৈর, সিঙ্গাইর, সাভার এবং যশোর পৌরসভা।