মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব তহবিল থেকে বিশেষ ঝুকিভাতা প্রদাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (০২ নভেম্বর) সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিগত ৫ বছরে কর্তব্যরত অবস্থায় দূর্ঘটনাজনিত কারণে হতাহত কর্মকর্তা/কর্মচারী এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদাণ করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এইচ আর ভূঁইয়া।
মংলা বন্দরের যাত্রা শুরুর পর প্রথমবারের মতো বিশেষ এ আর্থিক সহায়তা প্রদাণ করা হলো। এর মধ্যে প্রথম পর্যায়ে নিহতের পরিবারকে ১ লাখ ৫০ হাজার থেকে পরবর্তীতে ৫ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার থেকে ২ লাখ টাকা প্রদাণ করা হবে।
অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো: আব্দুল মান্নান, সদস্য (পরিচালন) মোঃ আলতাফ হোসেন, সদস্য মো:এমদাদুল হক, পরিচালক (প্রশাসন) হাওলাদার জাকির হোসেনসহ পদস্থ কর্মকর্তা ও আহত এবং নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বন্দর কতৃপক্ষেল এ উদ্যোগে দায়িত্ব ও কর্তব্য পালনে কর্মকর্তা-কর্মচারীরা আরও বেশি উৎসাহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।