মংলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া মাহমুদের কাছে মনোয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাজিনা বেগম নারজিনা, জামায়াতের মোস্তাইন বিল্লাহ, সতন্ত্র’র মো: ফরিদ শেখ ও মো: দুলাল হাওলাদার।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সোনাইলতলা ইউপি চেয়ারম্যান আবু তাহের হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শুণ্য হয়।
উপজেলা নির্বাচন অফিসার জাকারিয়া মাহমুদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আগামী ১৮ নভেম্বর সোনাইলতলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচনী ভোট গ্রহণ অনুুষ্ঠিত হবে।
৪ ও ৫ নভেম্বর মনোয়ন পত্র বাছাই, ৬ নভেম্বর প্রত্যাহার এবং ৭ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
সোনাইলতলা ইউনিয়নে মোট ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১ নং ওয়ার্ডের সোনাইলতলা, ৩ নং ওয়ার্ডের বকুলতলা ও ৭নং ওয়ার্ডের উলুবুনিয়া অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র বলে দাবী করেছেন চেয়ারম্যান প্রার্থী নাজিনা বেগম নারজিনা।
তিনি আরো বলেন, এর আগে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচনে বকুলতলা এলাকায় নিবার্চনী ডিউটিকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উলুবুনিয়া কেন্দ্রটি পাশ্ববর্তী রামপাল উপজেলা সংলগ্ন হওয়াতে ওই উপজেলার লোকজন যে কোন নির্বাচনে প্রভাব খাটিয়ে থাকে।
সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজিনা বেগম নারজিনা বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সহধর্মীনী। আবু তাহের হাওলাদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে সোনাইলতলা ইউনিয়নে পরপর ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, অপর তিন চেয়ারম্যান প্রার্থী মোস্তাইন বিল্লাহ, ফরিদ শেষ ও দুলাল হাওলাদার বাগেরহাট ইনাফো ডটকমকে ইউনিয়নের ৯টি কেন্দ্রের সবগুলোই ঝুকিপূর্ণ বলে জানিয়ে এবিষয়ে তারা নির্বাচন অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত ভাবে অবহিত করা হয়েছে বলে জানান।