বাগেরহাটের মংলায় ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে এ সাব ষ্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ (বাগেরহাট-৩) সদস্য তালুকদার আব্দুল খালেক।
মংলা বন্দর কর্তৃপক্ষের বরাদ্দকৃত ৩৩ শতাংশ জমির উপর নির্মানাধীন এ সাব ষ্টেশনের নির্মান কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।
নির্মান কাজ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) খুলনার ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মোতাহার হোসেন, মংলা পোর্ট পৌরসভার মেয়র মো: জুলফিকার আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: তবিবুর রহমান, ওজোপাডিকোর মংলা আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন প্রমুখ।
ওজোপাডিকোর মংলা আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, উপ-কেন্দ্রটি চালু হলে নতুন করে প্রায় ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ সেবার আওতায় আসবে।