বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভূট্টা, বারি খেসারী, ফেলন বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষন ইন্সষ্টিটিউটে এক অনুষ্ঠানে কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে গম, ভূট্টা, বারি খেসারী ও ফেলন চাষে উৎসাহী করতে প্রনোদনা সহায়তা কর্মসূচী (বেরী ২০১৪/১৫)’র এর আওতায় উপজেলার ১৬টি ইউনিয়নের মোট ৫৫০জন কৃষককে এ সহায়তা দেওয়া হয়।
বীজ ছাড়াও প্রত্যেকে কৃষককে ২০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার শ্রেণিভেদে বিতরণ করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আখতার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার।
প্রদত্ত সার ও বীজের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এইচ এম জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইয়াকীন আলী শেখ, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল শরীফ ও আদর্শ কৃষক সোহরাব সিকদার।