মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওঃ মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষনার পর বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল ও পথসভা হয়েছে।
বুধবার দুপুরে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার এলাকায় পথসভা করে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি এর নেতৃত্বে আনন্দ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, কৃষক ছাত্রলীগের লীগের সাধারন সম্পাদক আবুল হাসেম শিপন, তাতী লীগের সভাপতি এ বাকী তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা ৭১ এর মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
এদিকে, রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত।
বাগেরহাট শহীদ মিনার প্রাঙ্গনে আ.লীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী ওই পথসভা থেকে নেতৃবৃন্দ জামায়াতের ডাকা হরতাল কর্মসুচি রাজপথে থেকে প্রতিহত করতার ঘোষণা দিয়ে, দলের সকল অংগ সংগঠনের সকল নেতা-কর্মী প্রতি রাজপথে থাকার আহ্বান জানান।