বাগেরহাটে জেলা পর্যায়ের গ্রামীণ খেলাধূলা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে ফকিরহাট উপজেলা।
সোমবার বাগেরহাট স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের মোট ১১টি বিভিন্ন ধরণের খেলাধূলায় শ্রেষ্ঠত্ব দেখায় ফকিরহাট উপজেলা। দলগত হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা ও গোল্লাছুট খেলায় তারা জেলায় সেরা নির্বাচিত হয়।
এছাড়া পাঁচটি ইভেন্টে ব্যক্তিগত পর্যায়ে প্রাধান্য ধরে রাখে মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলা।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী বাবু বাগেরহাট ইনফো ডটকমকে জানান, হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা ও গোল্লাছুট খেলায় প্রথম স্থান অধিকারসহ সার্বিক সাফল্য বিচারে ফকিরহাট উপজেলা সর্বোচ্চ ৫৪ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠ হয়েছে।
তিনি আরও জানান, ব্যক্তিগত পর্যায়ের পাঁচটি প্রতিযোগিতার মধ্যে মোরগ লড়াইয়ে মোরেলগঞ্জের ইমরান হোসেন, বিস্কুট দৌড় ও এক্কা দোক্কায় মোরেলগঞ্জের লিমা আক্তার দড়িলাফে সদর উপজেলার কেয়া দাসএবং কানামাছিতে একই উপজেলার বিথি আক্তার প্রথম স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতায় বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলা অংশ নেয়। এগুলো হচ্ছে বাগেরহাট সদর, মংলা, মোরেলগঞ্জ, রামপাল ও ফকিরহাট উপজেলা।
সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু. শুকুর আলী উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।