বাগেরহাটের চিতলমারীতে দুই চাদাঁবাজকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি।
রবিবার দুপুরে উপজেলা সদরের মোসার্স উত্তরা বেকারীর মালিক সোহাগ শেখের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আনতে যেয়ে তারা গণধোলাইয়ের শিকার হন।
এরা হলেন- চিতলমারী উপজেলার কুড়ালতলা গ্রামের মোঃ আনোয়ার গাজীর ছেলে মিথুন গাজী (২৮) ও বড়বাড়িয়া গ্রামের মৃতঃ অলিয়ার রহমান মোল্লার ছেলে তামিম মোল্লা (২৫)।
তাদের পুলিশ প্রহরায় চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীড কুমার সরকার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আড়ুয়াবর্নী গ্রামের মৃতঃ ওমর মাওলানার ছেলে নুরু শেখ, মিথুন গাজী ও তামিম মোল্লা সহ ৫/৬ জনের একদল চাঁদাবাজ চিতলমারী বাজারের মেসার্স উত্তরা বেকারীর মালিক মোঃ সোহাগ শেখের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
রবিবার দুপুরে তারা ওই চাঁদার টাকা আনতে গেলে এলাকাবাসী তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তামিম মোল্লা (২৫), মিথুন গাজী (২৮)কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এ ব্যাপারে চিতলমারী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।