বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করেছে বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভা কর্তৃপক্ষ ।
বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে ২৪টি বেওয়ারিশ কুকুর হত্যা করে পৌর কর্তৃপক্ষ।
খাবারের লোভ দেখিয়ে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে কুকুরগুলো হত্যা করে মাটিচাপা দেওয়ার জন্য পৌরসভার পেছনে রাখা হয়েছে।
মংলা পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা এসএম বাদল বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আশ্বিন-কার্তিক মাসে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তাই পৌরসভার পক্ষ থেকে বেওয়ারিশ অর্থাৎ যে কুকুরের মালিক নেই এমন কুকুর বেছে বেছে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হচ্ছে।
বুধবার সারাদিনে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ২৪টি বেওয়ারিশ কুকুর হত্যা করা হয়েছে। পরে মাটিতে পুতে ফেলা হবে। এ জন্য ওই মৃত কুকুরগুলো পৌরসভার পেছনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, যতদিন মংলা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুর থাকবে ততদিন এ অভিযান চলবে।
এ ব্যাপারে মংলা পোর্ট পৌর মেয়র জুলফিকার আলী বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, এসময় কুকুরগুলো মানুষকে বিরক্ত করে, কামড় দেয়। কারণ এসময় তারা বাচ্চা দেয়। কুকুরের কামড়ে মানুষ মারা যেতে পারে। তাই পৌরবাসীর কথা চিন্তা করেই কুকুর মারা হচ্ছে।
এদিকে, পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।