বাগেরহাটে “যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমঃ অগ্রগতি ও চ্যালেঞ্জ” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়মে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী।
বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহার সঞ্চলনায় প্রাণবন্ত এ গোলটেবিল বৈঠকে প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, এনজিওকর্মীসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবি প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
বৈঠকে বক্তারা যক্ষ্মা নিয়ন্ত্রণ, জনসচেতনাতার জন্য প্রচার-প্রচারণা ও চিকিৎসার সেবার ওপর বিভিন্ন মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতেই যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ওঠা বাগেরহাট শহরতলীর গোবরদিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহিন ওই বৈঠকে তার অনুভুতি ব্যক্ত করেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা নাটাবের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মো. মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাব সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদুৎ কান্তি পাল, বিএমএর সভাপতি ডা. আব্দুল মতিন, বাগেরহাট টিভি ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নজরুল ইসলাম, ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ ও ব্রাক কর্মকর্তা মধুসুধোন দে প্রমুখ।
বৈঠকে যক্ষ্মা বিষয়ে মৌলিক তথ্য, বাংলাদেশে যক্ষারোগের অবস্থান, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সম্প্রসারণ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগী বেসরকারি সংস্থাসমুহের কর্ম এলাকা, যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসা সেবার স্থান, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, এমডিআর-টিবি সনাক্ত, এমডিআর-টিবি রোগীর চিকিৎসা সময়কাল, এমডিআরের দ্বায়িত্ব, শিশুদের যক্ষ্মা রোগ, শিশুদের যক্ষ্মা রোগের ধরণ, যক্ষ্মার চিকিৎসা পদ্দতী, ডটের কৌশল, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অর্জন, এমডিজির লক্ষ্য অর্জন, যক্ষ্মা নিয়ন্ত্রণ ও সামাজিক উদ্ধুদ্ধকরণ, যক্ষ্মা সনাক্ত হলে করণীয়, যক্ষ্মা সম্পর্কে সামাজিক ধারণা, বাগেরহাট জেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, গণমাধ্যমে যক্ষ্মা বিষয় কর্মকান্ড এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে গণমাধ্যমের কাছে প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধায়নে পরিচালিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, বাগেরহাট প্রেসক্লাব ও বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথ ভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আয়োজক দের আশাবাদ, গোল টেবিল বৈঠকে অংশগ্রহণকারীদের সুনিদিষ্ট মতামত বাস্তবায়ন করা গেলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো গতিশীল করতে সহয়াক হবে।