সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা দু’টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার রাতে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার শেখবাড়িয়া নদীর কালিরখাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই চামড়া দুটি উদ্ধার করা হয়।
চামড়া দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এসময় কোন পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানায় কোস্টগার্ড।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, বন্যপ্রাণী পাচারকারী একটি চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে তার চামড়া পাচারের উদ্দেশ্যে লোকালয়ে নিয়ে আসছে এমন চামড়া গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার শেখবাড়িয়া নদীর কালিরখাল এলাকায় অভিযানে যায়।
এসময় পাচারকারীরা তাদের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ওই দু’টি হরিণের চামড়া পাওয়া যায়। পরে তা (চামড়া দুটি) উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।