বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ সমর্থক বাবুল শেখ (৪২) মারা গেছেন।
বোববার সন্ধায় চিকিৎসাধন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত বাবুল উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।
স্থানীয়রা তাকে আওয়ামী লীগ নেতা বলে দাবি করলেও দলীও পদ নিশ্চিত করেতে পারেন নি। তবে, পুলিশ জানিয়েছে নিহত বাবুল আওয়ামী লীগ সমর্থক ছিলেন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সকালে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর হন বাবুল শেখ, তার ছেলে ও এক ভাই।
অপর আহতরা হলেন – তার ছেলে রাহাত শেখ (২৪) এবং ছোট ভাই রিপন শেখ (৩৮) । এরা সবাই আওয়ামীলীগের সমর্থক।
এদিকে পুলিশ জানিয়েছে, আহতরা সবাই স্থানীয় স্কুল শিক্ষক গোলাম রসুল হত্যা মামলার অভিযোগপত্রভূক্ত আসামী। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রোববার সকালে বৈলপুর গ্রামের মানছুর শেখের নের্তৃত্বে ৮-১০ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাবুলের বাড়ির সামনে এসে বাবুল, তার ছেলে রাহাত এবং ছোট ভাই রিপনকে পেয়ে এলোপাথাড়ী কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানছুর শেখের সঙ্গে বাবুলের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে বলে ধারনা করছে পরছে পুলিশ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ অক্টোবর) সন্ধার বাবুলের মৃত্য হয় বলে বাগেরহাট ইনফোকে মোরেলগঞ্জের ওসি নিশ্চিত করেছেন।