আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার শুরু হওয়া এ জেলা ইজতেমায় অংশ নেয় দেশ-বিদেশের প্রায় ৫০টি জামাত ও প্রায় লক্ষাধিক মুসুল্লি।
আল্লাহর নৈকট্য লাভের জন্য বৃহস্পতিবার ভোর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন বয়সের ধর্ম প্রাণ ধর্মপ্রান মুসল্লিরা আসতে শুরু করেন শহরের সরকারী বালক বিদ্যালয়ের মাঠের ইসজতেমায়।
শনিবার ফজরের নামাজের পর থেকে তবলিক জামাতের বাগেরহাট জেলার ও কাকরাইল কেন্দ্রীয় মসজিদের মুরব্বিরা বয়ান, আম বয়ান্, তারাবিয়াৎ, সুরা মসকো করেন।
ইজতেমা শেষে চিল্লার জন্য দেশের বিভিন্ন স্থানে ৫০ টি জামাত তসকিল করবে বলে আয়োজকরা আসা করছনে।
শনিবার বেলা ১১ টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতিমার শেষ হয়।
ইজতেমা আয়োজক কর্ত্তৃপক্ষের সদস্য মো: রওনকুল ইসলাম জানান, প্রথম বারে আয়োজিত জেলা ভিত্তিক এ আঞ্চলিক ইজতেমায় শুরুর দিন থেকেই বয়ান শুরু হয়েছে। দেশ-বিদেশের চল্লিশটির অধিক জামাত এ ইজতেমায় শরীক হয়েছে।
এর মধ্যে শুক্রবার সৌদি আরব থেকে আগত জামাতের সদস্যরা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ইজতেমার শেষ দিন পর্যন্ত থাকতে পারেন নি। জুমা নামাজে ইজতেমা মাঠের প্যান্ডেল কানায় কানায় ভর্ত্তি হয়ে চতুর্দিকের রাস্তা ও ফাঁকা মাঠে মুসল্লিরা জামাতে শরীক হন।
জামার নামাজের ইমামতি করেন ঢাকার কাকরাইল তাবলীগ জামাতের বিশিষ্ট হক্কানী আলেম মুফতি মাওলানা আব্দুল বার।