বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক ভারতীয় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আটক ওই জেলেদের সকালে পুলিশ মংলা থেকে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে প্রেরণ করেন।
বুধবার সকালে মংলা বন্দর থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় নৌবাহিনীর সদস্যরা এফবি ‘দয়াময় নামের একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় নৌবাহিনী আটককৃত জেলেদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করে।
এরা হলেন – ভারতের চব্বিশপরগনা জেলার কাকদ্বীপ উপজেলার কালিনগর পশ্চিম গঙ্গাধরপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে নিত্য বিশ্বাস (৪৫), একই গ্রামের গনেশ সরকারের ছেলে গোবিন্দ সরকার (৩২), অনিল বিশ্বাসের ছেলে পরাণ বিশ্বাস (২৬), তাপস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২৪), কানাই মান্নার ছেলে গোপাল মান্না (৩৪), মন্টু বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (৪০), পঞ্চ বিশ্বাসের ছেলে সুধান্ন বিশ্বাস (২৮), কার্ত্তিক হালদারের ছেলে সঞ্চিত হালদার (৩১), সুধীর বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৩৫)।
কালিনগর তিলকচন্দ্রপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৪৪), ঈশ্বরীপুর গ্রামের মুচিরাম দাসের ছেলে বিশ্বনাথ দাস (২৬), কালিনগর গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে নিমাই বিশ্বাস (২৮), ইদ্রজিত বিশ্বাসের ছেলে রামেশ্বর বিশ্বাস এবং একই জেলার কুনতলী উপজেলার শান্তিজান কলোনীর মুদ্রানগর গ্রামের ভগীরথ দাসের ছেলে প্রদীপ দাস (৪৩)।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শুক্রবার বিকালে ভারতীয় ১৪ জেলেকে আদালতে হাজির করা হয়ে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন।