বৃহস্পতিবার (অক্টোবর ১৬) থেকে বাগেরহাটে শুরু হচ্ছে তাবলিক জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা।
ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজে হাজার হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করেন বাগেরহাট স্কুল মাঠের ইজতেমা ময়দানে।
মুসলমানদের দ্বিতিয় বৃহৎ ধর্মীয় জমায়েত টঙ্গী বিশ্ব ইস্তেমার আদলে ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে।
ইস্তেমায় অংশ গ্রহণের জন্য গত ২/৩দিন ধরে ঢাকা কাকরাইল মসজিদসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে জামাতবদ্ধ হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ ইস্তেমা ময়দানে জমায়েত হতে শুরু করে।
আঞ্চলিক ভিত্তিতে আয়োজিত ইজতেমার কার্যক্রম শরিক হতে স্থানীয় এলাকাবাসী ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
দক্ষিন-পশ্চিম অঞ্চলের হয়রত খান জাহান (রহ:) এর স্মৃতিধন্য এ অঞ্চলে তাবলীগ জামায়াতের এ বৃহৎ পরিসরে আয়োজিক এ ইস্তেমার আগত মুসুল্লীদের থাকা-খাওয়া, ওজু-গোসলসহ সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় এলাকাবাসীও সার্বিক সহযোগীতা করেছে।
দাওয়াতের মেহনতে জীবন উৎসর্গ করার আত্মসুদ্ধি ও আল্লাহর মেহমানদের খেতমতে তারা সর্বদা নিয়োজিত আছেন। মুসল্লিরা ৩ দিনব্যাপী দ্বীনি আলোচনা, বয়ান, জিকির-ফিকির ও আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য এ ইজতেমায় এসেছেন বলে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান।
আগামীকাল শনিবার সকালে আখেরী ম্নোাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে বলে ইস্তেমার আয়োজক ও মুরব্বিরা জানিয়েছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More