হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মিয় অনুষ্ঠান শ্রী শ্রী স্বরস্বতী পূজায় দক্ষিন অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিমা চিতলমারীর খাসেরহাটে
হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যার দেবী বলে পূজা করে শ্রী শ্রী স্বরস্বতীকে। প্রতি বারের ন্যায় এবারও বাগেরহাট জেলার বিভিন্ন স্কুল, কলেজ, সংঘ, সভা-সমিতিসহ নিজ বাড়িতে একযোগে আয়জন করা হয় স্বরস্বতী পুজা। প্রতিষ্ঠানগুলো সেজে ওঠে অপরুপ সাজে।
বিভিন্নভাবে মূর্তি, অলোকসজ্জা, কাগজের ফুল সহ বিভিন্ন আল্পনা অঙ্কন করে সাজানো হয় পূজা মন্ডপ।
দর্শনার্থীরা জানান এবারে চিতলমারী থানার দরি উমাজুড়ি গ্রামের প্রতিমাটিই সবচেয়ে সুন্দর। এ বছর খাসের হাট বাজারের এ পূজাটির আয়েজন করে দরি উমাজুড়ি ক্রীড়া সংঘ।
সরস্বতী পূজা উপলক্ষ্যে এখানে আয়জন করা হয় নানা অনূষ্ঠানের। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় যথাস্থানে প্রতিমা স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচী শুরু হয়। শুক্রবার সকাল ১০টায় বাণী অর্চনা, দুপুর ১২ টায় অঞ্জলি প্রদান, তারপরেই প্রসাদ বিতরন। সন্ধ্যায় আয়জন করা হয় সাংস্কৃতিক অনূষ্ঠানের।