বাগেরহাটের রামপালে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে এক কাজী (রেজিষ্ট্রার) ও এক ভুয়া কাজীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুমলাই এলাকার খেজুর মহল গ্রামের ৯ম শ্রেনীতে পড়ুয়া (১৫) এক ছাত্রীকে বিয়ে পড়ানোর দায়ে তাদের দু’জনকে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
তারা হলেন- রামপাল উপজেলার খেজুর মহল এলাকার বিবাহ রেজিষ্টার দেলোয়ার হোসেন (৫৮) ও মৃত আজিজের পুত্র ভুয়া কাজী মোঃ জাকির হোসেন (৬০)।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম জহুরুল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিয়ে পড়ানোর দায়ে তাদের এ জরিমানা করেন। এসময় এ ধরনের কাজের জন্য তাদেরকে সর্তক করে দেয়া হয়।
৩০ সেপ্টেম্বর ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
আহসানুল/আই হক-এনআরএডিটর/বিআই