ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব আমেজে বাগেরহাটে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। শুরু হয়েছে ৪ দিন ব্যাপি পর্যটন মেলা।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান দিয়ে বর্ণাঢ্য এক মোটর শোভা যাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট-খুলনা সড়ক দিয়ে ঘুরে ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
পরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা।
বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. নিজামূল হক মোল্ল্যা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শাহ আলম সরদার, বাগেরহাট সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকণ্ঠ কুমার মণ্ডল প্রমূখ।
ভিডিও –
বক্তরা বলেন, বাগেরহাট জেলাকে মসজিদের নগরী বলা হয়ে থাকে। এই জেলায় রয়েছে প্রাকৃতিক সৌর্দর্যের লীলাভূমি সুন্দরবন, হযরত খানজাহানের (রহ.) অমরর্কীর্তি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, মাজার, দীঘি, বসতভিটাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।
এসব দেখতে প্রতিদিন দেশি বিদেশী পর্যটকরা বাগেরহাটে আসেন। এসব স্থানে পর্যটকদের আগমন আরও বেশি করে বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
পরে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে মাঠে ৪ দিন ব্যাপী ‘পর্যাটন মেলা’র উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।