জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০১৪ উপলক্ষে বাংলাদেশে যথাযথ ক্ষতিপূরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে টিআইবি।
মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র পৃষ্ঠপোষকতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
এসময় বক্তারা উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন গ্যাস নির্গগমনের ফলে উন্নয়নশীল দেশসমূহ যে সকল ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই সব ক্ষতিপূরণের জন্য ১৯টি সুনির্দষ্ট দাবি তুলে ধরেন।
দাবিসমূহ হলো- (১) প্রতিশ্রুত জলবায়ু অর্থ কোন অনুদান বা অনুকম্পা নয়- আমাদের ন্যায্য পাওনা ও অধিকার হিসেবে চাই; (২) পরিবেশ দূষণ ও কার্বন নি:সরণের জন্য দায়ী দেশ সমূহকে ক্ষতিপূরণ দিতে হবে; (৩) জলবায়ু তহবিল অবশ্যই উন্নয়ন সহায়তার বাইরে সম্পূর্ণ ‘নতুন’ এবং ‘অতিরিক্ত’ হতে হবে; (৪) তহবিল প্রদানকারী জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাকে জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; (৫) সকল আন্তর্জাতিক জলবায়ু তহবিলে ক্ষতিগ্রস্ত দেশসমূহের মালিকানা নিশ্চিত করতে হবে; (৬) সবুজ জলবায়ু তহবিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে;
(৭) জলবায়ু অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে চাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণ; (৮) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু তহবিলের যথাযথ বন্টন ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে; (৯) জলবায়ু তহবিল সংক্রান্ত তথ্যের স্বপ্রণোদিত প্রকাশ ও চাহিদা-ভিত্তিক প্রাপ্তি নিশ্চিত করতে হবে; (১০) বিসিসিটিএফ, বিসিসিআরএফ তহবিল ব্যবহারে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; (১১) ঝুঁকি মূল্যায়ন করে জলবায়ু অর্থায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদে তহবিল অগ্রাধিকার নিশ্চিত করতে হবে; (১২) প্রকল্প অনুমোদনের পূর্বে পরিবেশ, সামাজিক এবং মানবধিকার সংক্রান্ত প্রভাব সমীক্ষা নিশ্চিত করতে হবে; (১৩) অতিরিক্ত কার্বন নির্গমন বন্ধ করতে হবে এবং পরিবেশ দূষণ রুখতে হবে;
(১৪) উন্নত দেশ কর্তৃক রিও কনভেনশন, কানকুন চুক্তি এবং রিও+২০-এ প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই; (১৫) ‘নতুন’ এবং ‘অতিরিক্ত’ তহবিল প্রদানে এনেক্স-১ ভূক্ত দেশগুলির প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে; (১৬) জলবায়ু সংক্রান্ত সকল কাজে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ নাগরিক ও সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে; (১৭) সবুজ-বান্ধব আইন ও কারগরি সহায়তা বৃদ্ধি করতে হবে; (১৮) জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় আর্থিক হিসাবের আর্ন্তজাতিক রেজিষ্ট্রি চালু করতে হবে; (১৯) জলবায়ুর পরিবর্তবর্তনের ফলে তাড়িত উদ্বাস্তুদের জন্য বৈশ্বিক অভিবাসন নীতি প্রণয়ন করতে হবে।
সনাক সভাপতি এ্যাড: রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে মানববন্ধনের অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, প্রথম আলোর সাংবাদিক আহাদ হায়দার, সনাক সদস্য খোন্দকার আছিফউদ্দিন রাখী, স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য ডা: জ্ঞানরঞ্জন চক্রবর্তী, শেখ মুজিবুর রহমান, রিজিয়া পারভীন, মো: মঞ্জুরুল ইসলাম, ইয়েস সদস্য মো: সুরুজ খাঁন প্রমুখ।