বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী এবং চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রামপালের বাঁশতলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ মোহম্মদ আলী তালা প্রতীকে ৪ হাজার ২৯৩ ভোট পেয়ে এবং চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিউটি আক্তার আনারস প্রতীকে ৬ হাজার ১২১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে এই দু’জনকে বেসরকারীভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রির্টানীং অফিসাররা।
সন্তোষপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বিউটি আক্তার চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান শামীমের সহধর্মিণী।
রামপালের বাঁশতলী ইউনিয়নে মোহম্মদ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাওলাদার আবু তালেব দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৪ ভোট এবং চিতলমারীর সন্তোষপুর ইউনিয়নে বিউটির নিকটতম প্রতিদ্বন্দ্বী হরেন্দ্রনাথ শিকদার ১ হাজার ২০৯ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ অনুষ্ঠিত রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু সাঈদ নির্বাচনে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান পদটি গত ১৭ এপ্রিল শূন্য হয়।
ওই চেয়ারম্যানের শূন্য পদে গত ১৯ আগষ্ট নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। সেই শূন্য পদে রোববার নির্বাচন অনুষ্ঠিত হল।
অন্যদিকে, চলতি বছরের ২৩ মার্চ অনুষ্ঠিত চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম নির্বাচনে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। ওই শূন্য পদে গত ১৯ আগষ্ট নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।
চিতলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানীং অফিসার রাহুল রায় বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সন্তোষপুর ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৩৬১ জন ভোটারের মধ্যে নারী-পুরুষ মিলিয়ে উপ-নির্বাচনে ভোটাধিকার প্রদান করেছেন প্রায় সাড়ে ৭ হাজার ভোটার।
গননা শেষে সন্তোষপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিউটি আক্তারকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানীং অফিসার মো. বজলুর রশিদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, রোববার সকাল ৮টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাঁশতলী ইউনিয়নে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ১০ হাজার ৯৪। এদের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৮ হাজার ভোটার।
গননায় বাঁশতলীর ইউপি চেয়ারম্যান হিসেবে শেখ মোহম্মদ আলীকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বাঁশতলী এবং সন্তোষপুর ইউনিয়নে যথাক্রমে শতকরা ৭৩ দশমিক ৫০ ভাগ এবং ৭২ ভাগ ভোট পড়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়।