জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে ৫ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর দেড়টার দিকে শহরের সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, জামায়াত ইসলামের ডাকা হরতালের দ্বিতীয় দিন রোববার দুপরে বাগেরহাট-খুলনা সড়কের সোনাতলা এলাকায় বহিরাগত কয়েকজন তরুণ জড়ো হয়ে নাশকতা পরিকল্পনার করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় সেখান থেকে ৫ তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের ফারুক খন্দকার (২৫), যশোরের কেশবপুর এলাকার শফিকুল ইসলাম ডাকুয়া (১৮), খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের ইদ্রিস সিকদার (১৮), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বৈলতলী গ্রামের মো. জাকারিয়া (১৯) এবং একই উপজেলার ঢুলিগাতি গ্রামের সাফায়েত ইসলাম (২২)।
তাদের কাছ থেকে ছাত্র শিবিরের বেশ কিছু মূল্যায়ন বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত। তবে এরা কে কোন মাদ্রাসায় লেখাপড়া করছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
“গ্রেপ্তারকৃতরা নিজেদের ছাত্র শিবির কর্মী বলে দবি করেন। বাগেরহাটে কোথায় এরা নাশকতার পরিকল্পনা করছিল তা জানতে থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে”, বলে ওসি জানান।