সুন্দরবনের ভদ্রা ফরেস্ট ক্যাস্প সংলগ্ন বিলমারীরর খালে র্যাব-৬ ও বনদস্যু নমির বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হযেছে।
এ সময় ঘটনাস্থল থেকে ৩ দস্যুকে আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের ভদ্রা ফরেস্ট ক্যাস্প সংলগ্ন বিলমারীরর খালে বৃহস্পতিবার বিকেলে র্যাব সদস্যদের নিয়মিত টহলকালে দস্যু নমির বাহিনীর একটি ট্রলার গতিরোধ করতে গেলে ওই ট্রলারে থাকা দস্যুরা অভিযানকারী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
প্রায় আধ ঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে নমির বাহিনীর অধিকাংশ দস্যু পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ দস্যুকে আটক করে র্যাব।
এ সময় দস্যুদের কাছ থেকে ২টি বন্দুক, ১টি শুটার গান, ৩টি পাইপ গান ও ২২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায় বন্দুক যুদ্ধ চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রায় ৫৩ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। তবে আটক দস্যুদের নাম পরিচয় জানা যায়নি তারা।