বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরস্কৃত করেছে।
বিগত কয়েক বছরের ধারাবাহিক সেরা সাফল্যের জন্য পুরস্কার হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা প্রদান করেছে।
বেতাগা ইউনিয়ন পরিষদের শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ তথ্য জানিয়ে স্কুলটির ধারাবাহিক এ সফলতায় সদস্যবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ, বিগত কয়েক বছর ধরে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় উপজেলায় সেরা ফলাফল করে আসছে।
জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যানের পুরস্কার প্রাপ্ত বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বেতাগা মাধ্যমিক বিদ্যালয়ের এ সফলতা তাদের টীম ওয়ার্কের ফল। বিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মোতাবেক বেতাগা স্কুলের ভৌতিক ও অন্যান্য সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাশ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বিগত ৩ বছর এস.এস.সি -তে শতভাগ পাশসহ ফলাফলে উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে।
এ জন্য বিদ্যালয়ের গভর্ণিং বডি, অভিভাবক, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।