প্রচ্ছদ / খবর / বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

Shongorshoবাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকায় জমির পাতো (ধানের চারা) ওঠানো কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রাহুল সেখ (২২), একই এলাকার আমির খানের ছেলে আনিচ খান (২৭), মুজিবর সেখের ছেলে রুবেল সেখ (২৪), হাবিল সেখের ছেলে রবিউল সেখ (২৮), শাহাজান সেখের ছেলে ছোট বাবু (৩২), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২২), মুরাদ (২৩) ও নাসির (২৭)।

আহতরা জানান, গোবরদিয়া এলাকার মামুন ও বাদেকাড়াপাড়া এলাকার ছোট বাবু’র মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এব্যাপরে বাগেরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেখ সহিদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জমিতে পানি ওঠানো এবং পাতো তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

তবে, সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি বলে মডেল থানার এসআই হুমায়ুন জানান।

০২ সেপ্টেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক