বাগেরহাটে জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদর সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ।
সোমবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষাসহ কৃষি উন্নয়নের স্বার্থে ভরাট নদী-খাল দ্রুত খননের নির্দেশ দেন তিনি। একই সাথে সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন শিল্প বিকাশে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
এর আগে সোমবার সকালে বাগেরহাট পৌঁছে তিনি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক নৌরুটের মংলা-ঘষিয়াখালী চ্যানেলের কুমারখালী নদীর ২২ কি.মি. অংশে নৌ-ড্রেজিংয়ের কাজের আগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রায় আড়াইশ কোটি টাকা ব্যায়ে রামপালের কালিগঞ্জ-ডাকরা পয়েন্টে এ ড্রেজিং কাজের অগ্রগতিতে এসময় তিনি সন্তোষ প্রকাশ করেন।
নৌ-ড্রেজিংয়ের কাজের আগ্রগতি পরিদর্শন শেষে তিনি রামপাল সদর ইউপি কার্যালয়, ভ’মি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের অফিস, ডিজিটাল সেন্টার, গিলাতলা স্কুল, মল্লিকেরবেড় ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে জেলার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তাঁর সাথে ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফারুক হোসেন, বাগেরহাটের জেলা (ডিসি) প্রশাসক মু: শুকুর আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম এহতেশামূল হক, রামপালের ভারপ্রাপ্ত ইউএনও কে.এম জহুরুল আলম, রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে নবাগত খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ বলেন, জনগণের পয়সায় আমাদের ভরণ-পোষন ও ছেলে-মেয়েদের লেখাপড়া চলছে। তাই জনগণের সেবক মনে করে সব সময়ই আমাদের সততা, আন্তরিকতা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে।
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে জনগণের পাশে থাকতে হবে।”