বাগেরহাটের মোরেলগঞ্জের ট্রাক উল্টে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার সকালে সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্য জমাদ্দার শওকত আলী (৪৮) খুলনার রুপসা উপজেলার মহিশাগুড়ি গ্রামের জোমাদ্দার ওসমান আলীর ছেলে। তিনি জেলার শরণখোলা ফায়ার সার্ভিসের লিডার পদে দায়িত্বরত ছিলেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শওকত আলী ছুটি শেষে কর্মস্থলে যাবার উদ্যেশে সকালে খুলনা থেকে রওনা দেন। পথে শরণখোলাগামী ট্রাক পেয়ে দ্রুত অফিস যাবার উদ্যেশে তাতে উঠে পড়েন।
ট্রাকটি সড়কের সন্ন্যাসী বাজার এলাকার পার হওয়ার সময় খানা-খন্দে ভরা সড়কে উল্টে যায়। এতে শওকত আলী চাপা পড়েন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম খান বাগেরহাট ইনফোকে জানান, সে উল্টে যাওয়া রড ও টিন ভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে আছে। মারা গেছে কি-না বলা যাচ্ছে না। মোড়েরগঞ্জ ও শরনখোলা ফায়ার সাভিসের দুটি টিম উদ্ধার কাজ করছে।
সকাল ১১টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয় নি। লোকটিকে উদ্ধার করার পর বোঝা যাবে, সে মারা গেছে না বেঁচে আছে। ধারনা করা হচ্ছে সে মারা গেছে।
ওসি আরো বলেন, মূলনত সড়কের বেহাল দশার করনেই ট্রাকটি উল্টে যায়। খানা-খন্দে ভরা সড়কের করণে প্রায় প্রতিদিন এখানে কোন না কোন যানবাহন দূর্ঘটনার কবলে পড়ে।