ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাটে ৩ দিনের অনুষ্ঠান সূচী হাতে নিয়েছে পূজা উদযাপন পরিষদ।
রোববার দুপুরে শহরের শালতলাস্থ শ্রী শ্রী হরিসভা মন্দিরে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
পরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাগেরহাট শহরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালীতে অংশ নেয় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পূর্ণার্থীরা (ভক্তরা)। নানা বয়সীর পূর্ণার্থীরা ভগবান শ্রীকৃষ্ণের নানা রুপে সেজে বাদ্যযন্ত্র নিয়ে ওই বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হ্যাপী বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী, পুলিশ সুপার মো. নিজামূল হক মোল্লা ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপ্রসাদ ঘোষ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান প্রমূখ।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হরিসভা মন্দিরে তিনদিন ব্যাপী কর্মসূচীর মধ্যে ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হবে।