বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জাকির গাজী (৪০) নামে এক মটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার সংলগ্ন ভট্রের ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থালেই মটরসাইকেলের আরহী মাছ ব্যবসায়ী জাকির গাজী নিহত এবং চালকসহ মটরসাইকেলের আরো এক আরহী গুরুত্বর আহত হন।
আহতরা হলেন- খোকন (৪০) এবং দুলাল মল্লিক (২৪)। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জাকির গাজী বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের মৃত আব্দুল করিম গাজীর ছেলে।
বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদকে বলেন, মাছ ব্যবসায়ী জাকির গাজী খুলনার রুপসায় মাছ বিক্রী করে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের ভট্রের ব্রিজ এলাকায় তাদের বহনকারী মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থালেই তার মৃত্য হয়।
এসময় এই মটরসাইকেলের চালকসহ আরো দু’জন আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে বলে জানান তিনি।