যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবীতে শাহবাগের প্রজন্ম চত্তরের আহবানে সাড়া দিয়ে সারা দেশের ন্যায় বাগেরহাটের মানুষও ৩ মিনিট নিরবতা পালন করল।
কর্মসূচি পালন করা হয়েছে সর্বত্র। আনুষ্ঠানিক ভাবে পালনের পাশাপাশি নানা স্থানে ব্যাক্তিগত ভাবেও পালন করা হয় এ কার্যক্রম।
বাগেরহাট কেন্দ্রী শহীদ মিনারে প্রতিরোধ মঞ্চের ব্যানারে, প্রেস ক্লাবের সামনে পেশাজীবি সমন্বয় পরিশদের ব্যনারে, বাগেরহাট পৌরসভার পক্ষ থেকে পৌর ভবনের সামনে ছাড়াও শহরের বিভিন্ন স্থানে এ কর্মসুচি পালিত হয়।
এ সময় সর্বস্তরের জনতা স্ব স্ব স্থানে দাড়িয়ে আন্দলনের সাথে একাত্ততা জানান।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে সড়কের যানবাহন থামিয়ে, দোকানিরা দোকানের সামনে বেরিয়ে এসে,স্কুল ছাত্ররা স্কুলের সামনে ও পথে দাড়িয়ে একাত্ততা জানান।