বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার পালিত হবে ঈদুল ফিতর।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরুর আগে শেরপুর, রাজশাহী ও রংপুর থেকে চাঁদ দেখার খবর আসে।
এর পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, মঙ্গলবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখার খবর পর্যালোচনা ও পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের জন্য সন্ধ্যা সোয়া সাতটায় বৈঠকে বসে কমিটি।
সাতটি জেলা থেকে কমিটির কাছে চাঁদ দেখা যাওয়ায় খবর আসে। মঙ্গলবার ঈদ হওয়ায় এবার রমজান মাস ২৯ দিনে শেষ হল।
একদিন আগেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আরব দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।