প্রতি বছরের ন্যায় এবারও বাগেরহাটের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে।
এ দিন সকাল ৯ টায় ও সাড়ে ৯ টায় মোট দুটি ঈদের জামাত হবে এখানে।
বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. হেলাল উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আবহাওয়া ভাল থাকলে প্রতিবছরের ন্যায় এবারও দেশী-বিদেশী পর্যটকসহ প্রায় ২৫ হাজার লোক ঈদুল ফিতরের নামাজ আদায় করবে ষাটগুম্বজ মসজিদে।
তিনি দাবী করেন, এটিই বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সর্ববৃহত ঈদের জামাত।
এদিকে, বাগেরহাট শহরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮ টায় শহরের আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে।
এজন্য এরই মধ্যে বাগেরহাট পৌরসভার তত্বাবধয়নে শেষ হয়েছে ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরীর কাজ।
এছাড়া সকাল ৯ টায় হযরত খানজাহান (রহঃ) এর দরগাহ মসজিদ ও পিসি কলেজ মসজিদ ময়দানে, সকাল ৮ টায় পুরাতন কোর্ট মসজিদে, সকাল সাড়ে ৭ টায় খারদ্বার ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮ টায় মিঠা পুকুর পাড় জামে মসজিদ, সোনাতলা আউলিয়াবাদ মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদে, সকাল সোয়া ৮ টায় ফলপট্টি মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট মসজিদসহ বেশ কয়েকটি বড় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর সুষ্ঠু ভাবে পালনের জন্য এ দিন পটকা ও আতসবাজি না ফুটাতে এবং সাউন্ড বক্স ও মাইকের মাধ্যমে রাস্তার মোড়ে বা অন্য কোথাও মাত্রা অতিরুক্ত জোরে গান না বাজানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কোমল পানীয় বিক্রির নামে ঈদে রাস্তার পার্শে ও মোড়ে অস্থায়ী ষ্টল তৈরী থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।