বাগেরহাটের মোরেলগঞ্জে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় মিরাজ শেখ (২২) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বাগেরহাট-মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
সড়কের মোরেলগঞ্জে উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ঢাকাগামী দুবাই পরিবহনের সাথে একটি যাত্রীবাহী মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনায় মটরসাইকেলের যাত্রী হোসেন হাওলাদারসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
দূর্ঘটনায় গুরুত্বর আহত হোসেন হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত মিরাজ বাগেরহাটের কচুয়া উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শরণখোলার রায়েন্দা গামী যাত্রীবাহী দুবাই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬১৬৮) মোরেলগঞ্জের দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে বিপরীত দিক দিয়ে আসা যাত্রীবাহী মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলে মটর সাইকেল চালক মিরাজ ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা পরিবহনটি ভাংচুর করে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান বাগেরহাট ইনফোকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।