সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বাগেরহাটে মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন আইনজীবীরা।
সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়। পরে আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, ভূঁইয়া হেমায়েত উদ্দিন, ফকির মুনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, ড. একে আজাদ ফিরোজ টিপু, স্পেশাল পিপি সিদ্দিকুর রহমান খান, লুৎফর রহমান, পারভিন আহম্মেদ, আহসান কবির মুক্তা,তাজিনুর রহমান পলাশ প্রমুখ।
আইনজীবীরা বলেন, সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিদিন ঐ সময়ে তারা কর্মসূচি পালন অব্যাহত রাখবেন।