বাগেরহাটে শারমিন আক্তার (১৫) নামে এক কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের একটি পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
শারমিন ওই গ্রামের নান্টু শেখের মেয়ে।
লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু বাগেরহাট ইনফো ডটকমকে জানান, যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করার কারনে ৩ দিন আগে মেয়েটির মা মঞ্জু বেগম তাকে মারপিট করে লোহার শেকল দিয়ে বেঁধে রাখে। পরে শিকল খুলে দেয়া হলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ওই দিন থেকে সে নিখোঁজ ছিল।
শনিবার দুপুরে সুন্দরঘোনা গ্রামের শেখ আব্দুস সাত্তারের বাড়ির বাগানের পুকুরে লাশ ভাসতে দেখে মেয়েটির পরিবার এবং পুলিশকে জানান হয়।
এব্যাপারে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আজম খান বাগেরহট ইনফো ডটকমকে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে, এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে ময়না তদন্তের প্রতিবেদন হাতে না পেলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
আব্দুস সাত্তারের বাড়ির দুইশ গজ দূরে শারমিনদের বাড়ি। এই ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।