বাগেরহাটের শরণখোলা থানা হাজতে সেলিম শরীফ (৩৫) নামে গাড়ী ছিনতাই মামলায় রিমান্ডে থাকা এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন।
রোববার রাত ১০টার দিকে এঘটনা ঘটে। এব্যাপারে শরণখোলা থানায় একটি মামলা দায়ের কারা হয়েছে।
শরণখোলা থানার ডিউটি অফিসার এএসআই শাহআলম বাগেরহাট ইনফোকে জানান, গাড়ী ছিনতাই মামলায় একদিনের রিমান্ডে আনা আমামি সেলিম রোববার রাতে থানা হাজতে বসেই নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় থানা হাজতে থাকা আরেক আসামী এ দৃশ্য দেখে ডাকচিৎকার শুরু করে।
পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
এব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আত্মহত্যা চেষ্টার ঘটনায় সেলিম শরীফের বিরুদ্ধে থানায় ৩০৯ ধারায় একটি মামলা করা হয়েছে। প্রথমিক চিকিৎসা শেষে সোমবার সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ওসি আরো জানান, সেলিম এপর্যন্ত ১০টি মোটর সাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
উল্লেখ, গত ১৯ মে বাগেরহাটের শরণখোলা থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির সূত্র ধরে ২৮ মে দু’টি মটর সাইকেলসহ ছিন্তাইচক্রের প্রধান লিটন শেখকে খুলানা সদরের ডাকবালোর এলকা থেকে আটক করে পুলিশ।