বাগেরহাটের প্রবীণ সাংবাদিক শেখ নজিবর রহমান আর নেই (ইন্নালিল্লাহি…… রাজিউন)।
বুধবার বিকালে বার্ধক্যজনিত কারনে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটির বাড়িতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
বৃহষ্পতিবার সকালে বাগেরহাট শহরের দড়াটানা মসজিদ এবং স্বাধীনতা উদ্যানে তার প্রথম ও দ্বিতীয় নামজের জানাযা অনুষ্ঠিত হবে। এর পর মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের দত্তকাঠি তার তৃতীয় এবং শেষ জানাযা শেষ পারিবারি কবর স্থানে দাফন করা হবে।
তিনি এক সময়ে বাগেরহাট থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণ বাংলার নির্বাহী সম্পাদক ও দৈনিক দক্ষিণকন্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পাকিস্তান আমলে বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুর আগে সাংবাদিক নজিবর রহমানকে বাগেরহাট প্রেসক্লাব সম্মানসূচক আজীবন সদস্য পদ দেয়।
তাঁর মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট রিপোর্টস্ এ্যাসোসিয়েশন, বাগেরহাট ইনফো ডটকম পরিবারসহ সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।