বাগেরহাটের মোরেলগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মামুনুর রশিদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিয়ান চালান হয়। এসময় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিষ্ঠান গুলো হলো- উপজেলার বারইখালী পুরাতণ থানা রোডস্থ মুদি ব্যবাসায়ী মো: ইলিয়াছ খান (২ হাজার টাকা), মোড়েলগঞ্জ বাজারের ব্যবসায়ী শান্তু মিয়াকে পাঁচশত টাকা, রেষ্টুরেন্ট মালিক মো: বেল্লালকে দুই হাজার টাকা ও মুদি ব্যবসায়ী বাসুদেবকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ আইন ১৯৮২এর ২৩/৪১ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ৪টি মামলাও দায়ের করে।
এদিকে এ অভিযান টের পেয়ে অসাধু ওষধ ব্যবসায়ী ও ফলবিক্রেতার অনেকেই দোকান বন্ধ করে সরে পড়ে।
মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মামুনুর রশিদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ভেজাল ও পন্য বিভিন্ন বিষাক্ত কেমিকেল এর বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যহত থাকবে।