২০১৪-১৫ অর্থ বছরের মংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর মিলনায়তনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে প্রায় ১শ ১৭ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৭শ ৮৬ টাকার (আয়-ব্যয়) বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জুলফিকার আলী।
বাজেটে শিশু পার্ক, সৌন্দর্য বর্ধ্বন ফোয়ারা, রাস্তা-ড্রেন-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, পানি বিশুদ্ধ করণ প্রকল্প, ট্রাক টার্মিনাল, কিচেন মার্কেট ও পৌর ভবন নির্মাণকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকোশলী মো: কায়েচ, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও পৌর সচিব মো. শহিদুর ইসলাম, থানা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৭৮৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকা। মোট রাজস্ব উদ্বৃত ধরা হয়েছে ৯ লাখ ৩৭ হাজার ৭৮৬টাকা।